১ শমূয়েল 13:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 পরে শমূয়েল উঠিয়া গিল্গল হইতে বিন্যামীনের গিবিয়াতে প্রস্থান করিলেন; তখন শৌল আপনার নিকটে বর্তমান লোকদিগকে গণনা করিলেন, তাহারা অনুমান ছয়শত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 পরে শামুয়েল উঠে গিল্গল থেকে বিন্ইয়ামীনের গিবিয়াতে প্রস্থান করলেন; তখন তালুত তাঁর কাছে উপস্থিত লোকদেরকে গণনা করে দেখলেন, তারা অনুমান ছয় শত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 পরে শমূয়েল গিল্গল ছেড়ে বিন্যামীন প্রদেশের গিবিয়াতে চলে গেলেন, এবং শৌল তাঁর সঙ্গে থাকা লোকজনের সংখ্যা গণনা করলেন। তাদের সংখ্যা হল প্রায় 600। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 কারণ প্রভু পরমেশ্বরের আদেশ তুমি পালন করনি এরপর শমুয়েল গিলগল ছেড়ে বিন্যামীন প্রদেশের গিবিয়ায় চলে গেলেন। শৌল তাঁর সঙ্গের লোকদের গণনা করলেন, সংখ্যায় তারা মাত্র ছশো হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 পরে শমূয়েল উঠিয়া গিল্গল হইতে বিন্যামীনের গিবিয়াতে প্রস্থান করিলেন; তখন শৌল আপনার নিকটে বর্ত্তমান লোকদিগকে গণনা করিলেন, তাহারা অনুমান ছয় শত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 এই বলে শমূয়েল উঠে দাঁড়াল এবং গিল্গল থেকে চলে গেল। বাকি সৈন্যদের নিয়ে শৌল গিল্গল ছেড়ে বিন্যামীনের গিবিয়ায় চলে গেলেন। শৌল মাথা গুনে দেখলেন তাঁর সঙ্গে রয়েছে প্রায় 600 জন। অধ্যায় দেখুন |