১ শমূয়েল 11:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 পরে দেখ, শৌল ক্ষেত্র হইতে বলদের পশ্চাতে পশ্চাতে আসিতেছেন। শৌল জিজ্ঞাসা করিলেন, লোকদের কি হইয়াছে? উহারা কেন রোদন করিতেছে? লোকেরা যাবেশের লোকদের কথা তাঁহাকে কহিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 পরে দেখ, তালুত ক্ষেত থেকে বলদের পিছনে পিছনে আসছেন। তালুত জিজ্ঞাসা করলেন, ওদের কি হয়েছে? ওরা কেন কান্নাকাটি করছে? লোকেরা যাবেশের লোকদের কথা তাঁকে বললো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 ঠিক সেই সময় শৌল বলদদের পিছু পিছু ক্ষেত থেকে বাড়ি ফিরছিলেন। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, “কী হয়েছে? এরা কাঁদছে কেন?” তখন যাবেশের লোকেরা যা যা বলল, তা তারা আরেকবার শৌলকে বলে শোনাল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 শৌল সেই সময়ে পশুপাল নিয়ে মাঠ থেকে ফিরছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? লোকে এত কান্নাকাটি করছে কেন? তারা তখন তাঁকে যাবেশের অধিবাসীদের বিপত্তির কথা জানাল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 পরে দেখ, শৌল ক্ষেত্র হইতে বলদের পশ্চাতে পশ্চাতে আসিতেছেন। শৌল জিজ্ঞাসা করিলেন, লোকদের কি হইয়াছে? উহারা কেন রোদন করিতেছে? লোকেরা যাবেশের লোকদের কথা তাঁহাকে কহিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 শৌল তখন মাঠে গরু চরাতে গিয়েছিলেন। মাঠ থেকে ফিরে তিনি তাদের কান্না শুনতে পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, “তোমাদের কি হয়েছে? তোমরা কাঁদছ কেন?” তারা শৌলকে যাবেশের বার্তাবাহকরা কি বলেছিল তা বলল। অধ্যায় দেখুন |