১ শমূয়েল 10:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 আর এক এক গোষ্ঠী অনুসারে বিন্যামীন বংশকে নিকটে আনাইলে মট্রীয়দের গোষ্ঠী নিশ্চিত হইল, এবং তাহার মধ্যে কীশের পুত্র শৌল নিশ্চিত হইলেন; কিন্তু অন্বেষণ করিলে তাঁহার উদ্দেশ পাওয়া গেল না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 আর এক এক গোষ্ঠী অনুসারে বিন্ইয়ামীন-বংশকে কাছে আনালে মট্রীয়দের গোষ্ঠী নিশ্চিত হল এবং তার মধ্যে কীশের পুত্র তালুত নিশ্চিত হলেন; কিন্তু খোঁজ করলে তাঁর খোঁজ পাওয়া গেল না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 পরে এক-একটি বংশ ধরে ধরে তিনি বিন্যামীনের গোষ্ঠীকে কাছে ডেকে এনেছিলেন, এবং মট্রীয় বংশকে মনোনীত করা হল। সবশেষে কীশের ছেলে শৌলকে মনোনীত করা হল। কিন্তু যখন তারা তাঁর খোঁজ করল, তাঁকে খুঁজে পাওয়া গেল না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 বিন্যামীন গোষ্ঠীর সমস্ত পরিবারকে প্রভু পরমেশ্বরের কাছে আনলে মাট্রির পরিবার নিরূপিত হল। মাট্রির পরিবারের প্রত্যেককে জনে জনে প্রভুর কাছে আনা হলে মাট্রির পরিবারের কীশের পুত্র শৌল নিরূপিত হল। কিন্তু যখন লোকে তাঁর খোঁজে করল তখন তাঁকে পাওয়া গেল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 আর এক এক গোষ্ঠী অনুসারে বিন্যামীন বংশকে নিকটে আনাইলে মট্রীয়দের গোষ্ঠী নিশ্চিত হইল, এবং তাহার মধ্যে কীশের পুত্র শৌল নিশ্চিত হইলেন; কিন্তু অন্বেষণ করিলে তাঁহার উদ্দেশ পাওয়া গেল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 সেই পরিবারগোষ্ঠীর প্রত্যেক পরিবারকে শমূয়েল তার সামনে দিয়ে হেঁটে যেতে বলল। শমূয়েল এবার পছন্দ করল মট্রীয়দের পরিবার। তারপর মট্রীয়দের পরিবারের প্রত্যেককে শমূয়েল হেঁটে যেতে বলল। কীশের পুত্র শৌলকে সে এবার মনোনীত করল। কিন্তু লোকরা যখন শৌলকে খুঁজল, তারা তাকে পেল না। অধ্যায় দেখুন |