১ শমূয়েল 1:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 আর হান্না তিক্তপ্রাণা হইয়া সদাপ্রভুর উদ্দেশে প্রার্থনা করিতে ও অনেক রোদন করিতে লাগিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 আর হান্না তিক্তপ্রাণা হয়ে মাবুদের উদ্দেশে মুনাজাত করতে লাগলেন ও প্রচুর কান্নাকাটি করতে লাগলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 গভীর মনোবেদনা নিয়ে হান্না অশ্রুপাত করে সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 তীব্র মনোবেদনায় ব্যাকুল হয়ে হান্না কাঁদতে কাঁদতে প্রভুর কাছে প্রার্থনা করতে লাগলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 আর হান্না তিক্তপ্রাণা হইয়া সদাপ্রভুর উদ্দেশে প্রার্থনা করিতে ও অনেক রোদন করিতে লাগিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 দুঃখিনী হান্না প্রভুর কাছে প্রার্থনার সময় খুবই কাঁদল। অধ্যায় দেখুন |