Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 9:23 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

23 তাহাদের মধ্যে পাঁচ শত পঞ্চাশ জন শলোমনের কর্মে নিযুক্ত প্রধান অধ্যক্ষ ছিল; তাহারা কর্মকারী লোকদের উপরে কর্তৃত্ব করিত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 তাদের মধ্যে পাঁচ শত পঞ্চাশ জন সোলায়মানের কাজে নিযুক্ত প্রধান নেতা ছিল; তারা কর্মরত লোকদের উপরে কর্তৃত্ব করতো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 এছাড়াও তারা শলোমনের বিভিন্ন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা হল 550 জন কর্মকর্তা এই কাজে লিপ্ত লোকজনের কাজ দেখাশোনা করত।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

23 শলোমনের কাজকর্ম তদারকের জন্য পাঁচশো পঞ্চাশজন কর্মাধ্যক্ষ ছিল। এদের অধীনে এই বেগার মজুরেরা কাজ করত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 তাহাদের মধ্যে পাঁচ শত পঞ্চাশ জন শলোমনের কর্ম্মে নিযুক্ত প্রধান অধ্যক্ষ ছিল; তাহারা কর্ম্মকারী লোকদের উপরে কর্ত্তৃত্ব করিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 শলোমনের বিভিন্ন কাজকর্মের জন্য সব মিলিয়ে 550 পরিদর্শক ছিল, তারা অন্যান্য যারা কাজ করত তাদের তত্ত্বাবধান করত।

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 9:23
3 ক্রস রেফারেন্স  

তদ্ভিন্ন শলোমনের কর্মকারী লোকদের উপরে কর্তৃত্বকারী তিন সহস্র তিনশত প্রধান কার্যাধ্যক্ষ ছিল।


আর তাহাদের মধ্যে শলোমন রাজার নিযুক্ত দুই শত পঞ্চাশ জন প্রধান অধ্যক্ষ প্রজাদের উপরে কর্তৃত্ব করিত।


তাহাদের মধ্যে তিনি ভার বহিতে সত্তর সহস্র লোক, পর্বতে [কাষ্ঠাদি] ছেদন করিতে আশি সহস্র লোক ও লোকদিগকে কার্য করাইবার জন্য তিন সহস্র ছয়শত অধ্যক্ষ নিযুক্ত করিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন