Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 9:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

20 ইমোরীয়, হিত্তীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয় যে সকল লোক অবশিষ্ট ছিল, যাহারা ইস্রায়েল-সন্তান নয়,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 আমোরীয়, হিট্টিয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয় যেসব লোক অবশিষ্ট ছিল, যারা বনি-ইসরাইল নয়,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 ইমোরীয়, হিত্তীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়দের মধ্যেও কিছু লোক সেখানে অবশিষ্ট রয়ে গেল। (এইসব লোক ইস্রায়েলী নয়)

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

20-21 বেগার খাটার জন্য শলোমন যে সমস্ত মজুরদের কাজে লাগিয়েছিলেন, তারা ছিল অমোরী, হিত্তিয়, পরিষী, হিব্বিয় এবং যিবুষী জাতির লোক। এদের বংশধরেরা আজও ক্রীতদাসেরই জীবন যাপন করছে। এরা ছিল কনান দেশের আদিম অধিবাসী। ইসরায়েলীরা কনান অধিকার করার পর এদের আর হত্যা করে নি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 ইমোরীয়, হিত্তীয়, পরিষীয়, হিব্বীয়, ও যিবূষীয় যে সকল লোক অবশিষ্ট ছিল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 দেশে ইস্রায়েলীয় ছাড়াও ইমোরীয়, হিত্তীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয় প্রভৃতি অনেক বাসিন্দা বাস করত।

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 9:20
16 ক্রস রেফারেন্স  

কেননা আমার দূত তোমার অগ্রে অগ্রে যাইবেন, এবং ইমোরীয়, হিত্তীয়, পরিষীয়, কনানীয়, হিব্বীয় ও যিবূষীয়ের দেশে তোমাকে প্রবেশ করাইবেন; আর আমি তাহাদিগকে উচ্ছিন্ন করিব।


পূর্ব ও পশ্চিম দেশীয় কনানীয়দের, এবং পর্বতময় প্রদেশস্থ ইমোরীয়, হিত্তীয়, পরিষীয় ও যিবূষীয়দের, এবং হার্মোণের অধঃস্থিত মিস্পাদেশীয় হিব্বীয়দের নিকটে দূত প্রেরণ করিলেন।


আর শলোমনের সত্তর সহস্র ভারবাহক, ও পর্বতে আশি সহস্র প্রস্তরছেদক ছিল।


এবং শলোমনের সমস্ত ভাণ্ডার-নগর, এবং তাঁহার রথসমূহের ও অশ্বারোহীদের নগর সকল, আর যিরূশালেমে, লিবানোনে ও আপন অধিকার দেশের সর্বত্র যাহা যাহা নির্মাণ করিতে শলোমনের বাসনা ছিল, তিনি সেই সমস্ত নির্মাণ করিলেন।


যাহাদিগকে ইস্রায়েল-সন্তানগণ নিঃশেষে বিনষ্ট করিতে পারেন নাই, দেশে অবশিষ্ট সেই লোকদের সন্তানদিগকে শলোমন আপনার কর্মাধীন দাস করিয়া সংগ্রহ করিলেন; তাহারা অদ্য পর্যন্ত তাহাই করিতেছে।


এবং ঈশ্বরের গৃহ নির্মাণার্থে তক্ষিত প্রস্তর প্রস্তুত করিতে ভাস্করদিগকে নিযুক্ত করিলেন।


পলেষ্টীয়দের পাঁচ জন ভূপাল, এবং বাল্‌-হর্মোণ পর্বত অবধি হমাতে প্রবেশের পথ পর্যন্ত লিবানোন পর্বত-নিবাসী সমস্ত কনানীয়, সীদোনীয় ও হিব্বীয়গণ।


ফলে ইস্রায়েল-সন্তানগণ কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়গণের মধ্যে বসতি করিল;


হিব্বীয়, অর্কীয়, সীনীয়,


শলোমনের দাসদের সন্তানবর্গ; সোটয়ের সন্তান, হস্‌সোফেরতের সন্তান, পরূদার সন্তান;


নথীনীয়েরা ও শলোমনের দাসদের সন্তানবর্গ সর্বসুদ্ধ তিনশত বিরানব্বই জন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন