১ রাজাবলি 8:56 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)56 ধন্য সদাপ্রভু, যিনি আপনার সকল প্রতিজ্ঞানুসারে আপন প্রজা ইস্রায়েলকে বিশ্রাম দিয়াছেন; তিনি আপন দাস মোশির দ্বারা যে প্রতিজ্ঞা করিয়াছিলেন, সেই উত্তম প্রতিজ্ঞার একটি কথাও পতিত হয় নাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস56 মাবুদ ধন্য হোন, যিনি তাঁর সকল ওয়াদা অনুসারে তাঁর লোক ইসরাইলকে বিশ্রাম দিয়েছেন; তিনি তাঁর গোলাম মূসার মধ্য দিয়ে যে ওয়াদা করেছিলেন, সেই উত্তম প্রতিজ্ঞার একটি কথাও অন্যথা হয় নি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ56 “সেই সদাপ্রভুর গৌরব হোক, যিনি তাঁর প্রতিজ্ঞানুসারে তাঁর প্রজা ইস্রায়েলকে বিশ্রাম দিয়েছেন। তিনি তাঁর দাস মোশির মাধ্যমে যত ভালো ভালো প্রতিজ্ঞা করলেন, তার একটিও ব্যর্থ হয়নি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)56 ধন্য প্রভু পরমেশ্বর যিনি তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী তাঁর প্রজার ইসরায়েলীদের শান্তি দিয়েছেন, তাঁর দাস মোশির মাধ্যমে যে সমস্ত প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, সবই পূর্ণ করেছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)56 বলিলেন; ধন্য সদাপ্রভু, যিনি আপনার সকল প্রতিজ্ঞানুসারে আপন প্রজা ইস্রায়েলকে বিশ্রাম দিয়াছেন; তিনি আপন দাস মোশির দ্বারা যে প্রতিজ্ঞা করিয়াছিলেন, সেই উত্তম প্রতিজ্ঞার একটী কথাও পতিত হয় নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল56 “প্রভুর প্রশংসা করো! তিনি তাঁর লোকদের, ইস্রায়েলের বাসিন্দাদের বিশ্রাম দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কথা মতো তিনি আমাদের বিশ্রাম দিয়েছেন। প্রভু তাঁর অনুগত দাস মোশির মাধ্যমে ইস্রায়েলের বাসিন্দাদের যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সব কটিই তিনি পূর্ণ করেছেন। অধ্যায় দেখুন |