১ রাজাবলি 8:31 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)31 কেহ আপন প্রতিবাসীর বিরুদ্ধে পাপ করিলে যদি তাহাকে দিব্য করাইবার জন্য কোন দিব্য নিশ্চিত হয়, আর সে আসিয়া এই গৃহে তোমার যজ্ঞবেদির সম্মুখে সেই দিব্য করে; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 কেউ তাঁর প্রতিবেশীর বিরুদ্ধে গুনাহ্ করলে যদি তাকে কসম খেয়ে শপথ করাবার জন্য বাধ্য করা হয়, আর সে এসে এই গৃহে তোমার কোরবানগাহ্র সম্মুখে সেই কসম খায়; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 “যখন কেউ তার প্রতিবেশীর প্রতি কোনও অন্যায় করবে ও তাকে শপথ করতে বলা হবে এবং সে এই মন্দিরে রাখা তোমার এই যজ্ঞবেদির সামনে এসে শপথ করবে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 কোন ব্যক্তি কারও প্রতি অন্যায় করার অভিযোগ অভিযুক্ত হলে যদি তাকে দিব্য করার জন্য এই মন্দিরের বেদীর কাছে আনা হয় তখন সে যদি বলে যে সে নির্দোষ, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 কেহ আপন প্রতিবাসীর বিরুদ্ধে পাপ করিলে যদি তাহাকে দিব্য করাইবার জন্য কোন দিব্য নিশ্চিত হয়, আর সে আসিয়া এই গৃহে তোমার যজ্ঞবেদির সম্মুখে সেই দিব্য করে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 “কোন ব্যক্তি যদি অপর কোন ব্যক্তির প্রতি অন্যায় আচরণ করে তাহলে তাকে এই বেদীতে নিয়ে আসা হবে। যদি সে সত্যিই অপরাধী না হয় তাহলে তাকে শপথ করে বলতে হবে যে সে নির্দোষ। অধ্যায় দেখুন |