১ রাজাবলি 8:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 আমি সত্যই তোমার এক বসতি-গৃহ নির্মাণ করাইলাম; ইহা চিরকাল তোমার নিবাসস্থান। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আমি সত্যিই তোমার একটি বাস-গৃহ নির্মাণ করালাম; এটি চিরকাল তোমার নিবাসস্থান। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 বাস্তবিকই আমি তোমার জন্য এক দর্শনীয় মন্দির তৈরি করেছি, সেটি এমন এক স্থান, যেখানে তুমি চিরকাল বসবাস করবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 তাই আমি তোমার জন্য সুমহান এক মন্দির করেছি রচনা! এখানেই বাস কর তুমি চিরদিন চিরকাল অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আমি সত্যই তোমার এক বসতি-গৃহ নির্ম্মাণ করাইলাম; ইহা চিরকাল তোমার নিবাসস্থান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 হে প্রভু, চির দিন তোমার থাকার জন্য আমি এই সুন্দর মন্দিরটি বানিয়েছি।” অধ্যায় দেখুন |