১ রাজাবলি 7:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 আর সিংহাসনের যে বারান্দাতে তিনি বিচার করিবেন, সেই বিচারের বারান্দা প্রস্তুত করিলেন, ও মেঝের এক দিক অবধি অন্য দিক পর্যন্ত এরসকাষ্ঠ দ্বারা আচ্ছাদন করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আর যে বারান্দার সিংহাসনে বসে তিনি বিচার করবেন, সেই বিচারের বারান্দা প্রস্তুত করলেন ও মেঝের এক দিক থেকে অন্য দিক পর্যন্ত এরস কাঠ দিয়ে ঢেকে দিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 তিনি সিংহাসন-দরবার, সেই বিচার-দরবারটি তৈরি করলেন, যেখানে বসে তিনি বিচার করতে যাচ্ছিলেন। সেটি তিনি মেঝে থেকে ছাদের ভিতর দিক পর্যন্ত দেবদারু কাঠ দিয়ে ঢেকে দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 বিচারকার্য সম্পাদনের জন্য শলোমন একটি ‘সিংহাসন কক্ষ’ তৈরি করেছিলেন। এটিকে ‘বিচারকক্ষ’ও বলা হত। এর মেঝে আগাগোড়া সীডার কাঠের তক্তা দিয়ে ঢাকা ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আর সিংহাসনের যে বারাণ্ডাতে তিনি বিচার করিবেন, সেই বিচারের বারাণ্ডা প্রস্তুত করিলেন, ও মেজিয়ার এক দিক্ অবধি অন্য দিক্ পর্য্যন্ত এরসকাষ্ঠ দ্বারা আচ্ছাদন করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 লোকের বিচার করার জন্য শলোমন একটি “বিচার কক্ষও” বানিয়েছিলেন। এই ঘরের আগাগোড়া এরস কাঠে মোড়া ছিল। অধ্যায় দেখুন |