১ রাজাবলি 7:49 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)49 এবং অন্তর্গৃহের সম্মুখে দক্ষিণে পাঁচটি ও বামে পাঁচটি নির্মল স্বর্ণময় দীপবৃক্ষ, এবং স্বর্ণময় পুষ্প, প্রদীপ ও চিমটা; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস49 এবং অন্তর্গৃহের সম্মুখে ডানে পাঁচটি ও বামে পাঁচটি খাঁটি সোনার প্রদীপ-আসন এবং সোনার ফুল, প্রদীপ ও চিমটা; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ49 খাঁটি সোনার দীপাধার (অভ্যন্তরীণ পবিত্রস্থানের সামনে পাঁচটি ডানদিকে ও পাঁচটি বাঁদিকে); সোনার ফুলসজ্জা এবং প্রদীপ ও চিমটে; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)49 মহাপবিত্র স্থানে রাখান জন্য দশটি সোনার পিলশূজ। এগুলির পাঁচটি রাখা হয়েছিল দক্ষিণে এবং পাঁচটি উত্তরে। সোনার ফুল, প্রদীপ ও চিম্টা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)49 এবং অন্তর্গৃহের সম্মুখে দক্ষিণে পাঁচটী ও বামে পাঁচটী নির্ম্মল স্বর্ণময় দীপবৃক্ষ, এবং স্বর্ণময় পুষ্প, প্রদীপ ও চিমটা; অধ্যায় দেখুন |