Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 7:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

4 আর বাতাযুক্ত [চৌকাঠের] তিন শ্রেণী ছিল, এবং পরস্পর অনুরূপ বাতায়নের তিন পংক্তি ছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 আর বাতাযুক্ত [চৌকাঠের] তিন শ্রেণী ছিল এবং পরস্পর অনুরূপ জানালার তিন সারি ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 সেটির জানালাগুলি উপরের দিকে মুখোমুখি তিন তিনটি করে রাখা হল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 দুদিকের দেওয়ালের গায়ে ছিল তিন সারি জানালা। দরজা, জানালাগুলো সবই ছিল চারকোণা এবং

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 আর বাতাযুক্ত [চৌকাঠের] তিন শ্রেণী ছিল, এবং পরস্পর অনুরূপ বাতায়নের তিন পংক্তি ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 প্রত্যেকটি ধারের দেওয়ালে তিন সারি করে মুখোমুখি জানালা বসানো ছিল।

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 7:4
11 ক্রস রেফারেন্স  

বারান্দার দুই পার্শ্বে, তাহার এদিকে ওদিকে জালবদ্ধ বাতায়ন ও খর্জুরাকৃতি ছিল। গৃহের পার্শ্বস্থ কুঠরি সকল ও ঝিলিমিলি এইরূপ ছিল।


তাহার কক্ষ, উপস্তম্ভ ও মণ্ডপগুলি এবং চারিদিকে বাতায়ন ছিল; দীর্ঘে পঞ্চাশ হস্ত ও প্রস্থে পঁচিশ হস্ত।


তাহার কক্ষ, উপস্তম্ভ ও মণ্ডপগুলি ঐ পরিমাণের অনুরূপ ছিল; এবং চারিদিকে তাহার ও তাহার মণ্ডপের বাতায়ন ছিল; দীর্ঘে পঞ্চাশ হস্ত ও প্রস্থে পঁচিশ হস্ত।


আর তাহার কক্ষ, উপস্তম্ভ ও মণ্ডপ সকল ঐ পরিমাণের অনুরূপ ছিল; এবং চারিদিকে তাহার ও তাহার মণ্ডপের বাতায়ন ছিল; [দ্বার] দীর্ঘে পঞ্চাশ হস্ত, ও প্রস্থে পঁচিশ হস্ত ছিল।


আর পূর্বোক্ত বাতায়নের ন্যায় চারিদিকে তাহার ও তাহার মণ্ডপ সকলেরও বাতায়ন ছিল দীর্ঘে পঞ্চাশ হস্ত ও প্রস্থে পঁচিশ হস্ত।


আর তাহার বাতায়ন, মণ্ডপ ও খর্জুরাকৃতি সকল পূর্বাভিমুখ দ্বারের পরিমাণানুরূপ ছিল, লোকেরা সাতটি ধাপ দিয়া তাহাতে আরোহণ করিত; তৎসম্মুখে তাহার মণ্ডপ ছিল।


আর দ্বারের ভিতরে সর্বদিকে কক্ষ সকলের ও তাহার উপস্তম্ভ সকলের জালবদ্ধ বাতায়ন ছিল, এবং তাহার মণ্ডপ সকলে তদ্রূপ ছিল; বাতায়ন সকল ভিতরে চারিদিকে ছিল; এবং উপস্তম্ভ সকলে খর্জুর বৃক্ষের আকৃতি ছিল।


আর পদ্মরাগমণি দ্বারা তোমার আলিসা, ও সূর্যকান্তমণি দ্বারা তোমার পুরদ্বার সকল, ও মনোহর প্রস্তর দ্বারা তোমার সমস্ত পরিসীমা নির্মাণ করিব।


আর সমস্ত দ্বার ও চৌকাঠ চতুষ্কোণ ও বাতাযুক্ত, এবং পরস্পর অনুরূপ বাতায়নের তিন পংক্তি ছিল।


আর গৃহের নিমিত্ত তিনি জালবদ্ধ বাতায়ন প্রস্তুত করিলেন।


স্তম্ভ্ভ্ভগুলির উপরে প্রত্যেক শ্রেণীতে পনের, সর্বসুদ্ধ পঁয়তাল্লিশটি কুঠরি স্থাপিত হইল, তাহার উপরে এরসকাষ্ঠের ছাদ হইল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন