১ রাজাবলি 7:29 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)29 আর বিটের পাটায় সিংহ, গরু ও করূব ছিল, এবং উপরিভাগে বিট সকলের উপরে বৈঠক ছিল, এবং সিংহ ও গরু সকলের নিচে ঝুলান মালার মত কাজ ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 আর বিটের পাটায় সিংহ, গরু ও কারুবী ছিল এবং উপরিভাগে বিট সকলের উপরে ভিত্তি ছিল এবং সিংহ ও গরুগুলোর নিচে ঝুলান মালার মত কাজ ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 খাড়া খুঁটিগুলির মাঝে থাকা খুপিগুলিতে সিংহ, বলদ ও করূবের আকৃতি খোদাই করা ছিল—আর খাড়া খুঁটিগুলিতেও তা ছিল। সিংহ ও বলদের উপরে ও নিচে পিটানো পাতের মালা গাঁথা ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 পাটাগুলির উপরে সিংহ, বৃষ আর করূবের ছবি আঁকা ছিল আর কাঠামোর গায়ে সিংহ ও বৃষের উপরে এবং নীচে শিকলের মালার কারুকার্য করা হয়েছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 আর বিটের পাটায় সিংহ, গোরু ও করূব ছিল, এবং উপরিভাগে বিট সকলের উপরে বৈঠক ছিল, এবং সিংহ ও গোরু সকলের নীচে ঝুলান মালার মত কাজ ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 যার ওপর পিতলের সিংহ, ষাঁড় ও করূব দূতের প্রতিকৃতি খোদাই করা ছিল। এইসব প্রতিকৃতির ওপরে ও নীচে নানান ফুলের নকশা কাটা হয়েছিল। অধ্যায় দেখুন |