Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 7:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

22 ঐ দুই স্তম্ভের উপরে শোশন পুষ্পের আকৃতি ছিল; এইরূপে দুই স্তম্ভের কার্য সমাপ্ত হইল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 ঐ দু’টি স্তম্ভের উপরে শোশন ফুলের আকৃতি ছিল; এভাবে দু’টি স্তম্ভের কাজ সমাপ্ত হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 উপর দিকের স্তম্ভশীর্ষগুলি লিলিফুলের মতো দেখতে হল। আর এভাবেই থামের কাজ সম্পূর্ণ হল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

22 স্তম্ভ দুটির চূড়া লিলি ফুলের নকশায় তৈরী করা হয়েছিল। স্তম্ভ তৈরীর কাজ শেষ হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 ঐ দুই স্তম্ভের উপরে শোশন পুষ্পের আকৃতি ছিল; এইরূপে দুই স্তম্ভের কার্য্য সমাপ্ত হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 পুষ্পাকৃতি স্তম্ভ চূড়া দুটোকে স্তম্ভের মাথায় বসিয়ে স্তম্ভের কাজ শেষ করা হয়।

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 7:22
4 ক্রস রেফারেন্স  

আর বারান্দাতে দুই স্তম্ভের উপরিস্থ মাথলা চারি হস্ত পর্যন্ত শোশন পুষ্পের আকৃতি-বিশিষ্ট ছিল।


পরে সে ঐ দুই স্তম্ভ মন্দিরের বারান্দাতে স্থাপন করিল, এবং দক্ষিণ স্তম্ভ স্থাপন করিয়া তাহার নাম যাখীন [তিনি সুস্থির করিবেন] রাখিল, এবং বাম স্তম্ভ স্থাপন করিয়া তাহার নাম বোয়স [ইহাতেই বল] রাখিল।


পরে সে ছাঁচে ঢালা এক গোলাকার সমুদ্র-পাত্র নির্মাণ করিল, তাহা এক কাণা অবধি অন্য কাণা পর্যন্ত দশ হস্ত, ও তাহার উচ্চতা পাঁচ হস্ত, এবং তাহার পরিধি ত্রিশ হস্ত ছিল।


অর্থাৎ দুই স্তম্ভ, ও সেই স্তম্ভের উপরিস্থ মাথলার দুই গোলাকার, ও সেই স্তম্ভের উপরিস্থ মাথলার দুই গোলাকার আচ্ছাদনার্থক দুই জালকার্য;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন