Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 7:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

19 আর বারান্দাতে দুই স্তম্ভের উপরিস্থ মাথলা চারি হস্ত পর্যন্ত শোশন পুষ্পের আকৃতি-বিশিষ্ট ছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 আর বারান্দাতে দু’টি স্তম্ভের উপরিস্থ মাথলা চার হাত পর্যন্ত শোশন ফুলের আকৃতিবিশিষ্ট ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 দ্বারমণ্ডপে থামগুলির মাথায় রাখা স্তম্ভশীর্ষগুলি লিলিফুলের মতো দেখতে হল, ও সেগুলির উচ্চতা ছিল প্রায় 1.8 মিটার করে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

19 বারান্দায় দুটি থামের উপরের চূড়াগুলি ছিল চার হাত উঁচু লিলি ফুলের নকশায় তৈরী

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 আর বারাণ্ডাতে দুই স্তম্ভের উপরিস্থ মাথলা চারি হস্ত পর্য্যন্ত শোশন পুষ্পের আকৃতি-বিশিষ্ট ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 ফলতঃ স্তম্ভগুলির সওয়া হাত থেকে 5 হাত পর্যন্ত লম্বা শিখরগুলি ফুলের মত দেখতে লাগল।

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 7:19
5 ক্রস রেফারেন্স  

ঐ দুই স্তম্ভের উপরে শোশন পুষ্পের আকৃতি ছিল; এইরূপে দুই স্তম্ভের কার্য সমাপ্ত হইল।


আর গৃহমধ্যে এরসকাষ্ঠে বার্তাকী ও বিকসিত পুষ্প ক্ষোদা হইল; সকলই এরসকাষ্ঠময় হইল, কিছুমাত্র প্রস্তর দৃষ্ট হইল না।


এইরূপে সে স্তম্ভ দুইটি নির্মাণ করিল; আর স্তম্ভের উপরিস্থ মাথলা আচ্ছাদনের জন্য জাল কার্যের উপরে বেষ্টন করিতে দুই শ্রেণী নির্মাণ করিল; এবং অন্য মাথলার জন্যও তদ্রূপ করিল।


আর দুই স্তম্ভের উপরে, জাল কার্যের নিকটস্থ মোটাভাগের কাছে মাথলা ছিল; এবং অন্য মাথলার উপরে চারিদিকে শ্রেণীবদ্ধ দুই শত দাড়িম্ব ছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন