১ রাজাবলি 7:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 এইরূপে সে স্তম্ভ দুইটি নির্মাণ করিল; আর স্তম্ভের উপরিস্থ মাথলা আচ্ছাদনের জন্য জাল কার্যের উপরে বেষ্টন করিতে দুই শ্রেণী নির্মাণ করিল; এবং অন্য মাথলার জন্যও তদ্রূপ করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 এভাবে সে স্তম্ভ দু’টি নির্মাণ করলো; আর স্তম্ভের উপরিস্থ মাথলা আচ্ছাদনের জন্য জাল কাজের উপরে বেষ্টন করতে দু’টি শ্রেণী তৈরি করলো; এবং অন্য মাথলার জন্যও তা করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 থামের মাথায় রাখা স্তম্ভশীর্ষগুলি সাজানোর জন্য প্রত্যেকটি পরস্পরছেদী জাল ঘিরে দুই দুই সারি করে তিনি ডালিম বানিয়ে দিলেন। প্রত্যেকটি স্তম্ভশীর্ষের জন্য তিনি একই কাজ করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 তার উপরে আবার দুই সারি করে ব্রোঞ্জের ডালিম ঝুলিয়ে দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 এইরূপে সে স্তম্ভ দুইটী নির্ম্মাণ করিল; আর স্তম্ভের উপরিস্থ মাথলা আচ্ছাদন জন্য জালকার্য্যের উপরে বেষ্টন করিতে দুই শ্রেণী নির্ম্মাণ করিল; এবং অন্য মাথলার জন্যও তদ্রূপ করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 তারপর সে ডালিমের মত দেখতে পিতলের দুসারি ফুল বানায়। এগুলি প্রতিটি স্তম্ভের জালের ওপর এমন ভাবে রাখা হয় যে স্তম্ভগুলির চূড়া ঢাকা পড়ে যায়। অধ্যায় দেখুন |