১ রাজাবলি 7:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 স্তম্ভের উপরিস্থ সেই মাথলার জন্য জালকার্যের জাল ও শৃঙ্খলের কার্যের পাকান রজ্জু ছিল; এক মাথলার জন্য সাতটি, অন্য মাথলার জন্যও সাতটি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 স্তম্ভের উপরিস্থ সেই মাথলার জন্য জালকার্যের জাল ও শিকলের কাজের পাকানো দড়ি ছিল; এক মাথলার জন্য সাতটি, অন্য মাথলার জন্যও সাতটি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 থামগুলির মাথায় রাখা স্তম্ভশীর্ষগুলি সাজানো হল পরস্পরছেদী জালের মতো বিন্যাসিত একত্রে গাঁথা শিকল দিয়ে, ও প্রত্যেকটি স্তম্ভশীর্ষে ছিল সাতটি করে শিকল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 তারপর স্তম্ভের চূড়া দুটির গায়ে শিকলের নকশায় কারুকার্য করে দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 স্তম্ভের উপরিস্থ সেই মাথলার জন্য জালকার্য্যের জাল ও শৃঙ্খলের কার্য্যের পাকান রজ্জু ছিল; এক মাথলার জন্য সাতটা, অন্য মাথলার জন্যও সাতটা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 এরপর হীরম এই স্তম্ভগুলি ঢাকার জন্য দুটো শিকলের জাল বানায়। অধ্যায় দেখুন |