১ রাজাবলি 7:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 আর বহুমূল্য যে প্রস্তরে ভিত্তিমূল নির্মিত হইয়াছিল, সেই সকল প্রস্তর বৃহৎ, দশ হাত প্রস্তর ও আট হাত প্রস্তর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 আর বহুমূল্য যে পাথর দিয়ে ভিত্তিমূল নির্মিত হয়েছিল, সেসব পাথর বেশ বড় বড় ছিল, কোন কোনটা দশ হাত ও কোন কোনটা আট হাত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 ভীত গাঁথা হল উন্নত মানের বড়ো বড়ো পাথর দিয়ে, যার কোনো কোনোটির মাপ ছিল প্রায় 4.5 মিটার, আবার কোনো কোনোটির মাপ ছিল প্রায় 3.6 মিটার। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 যে পাথরগুলি দিয়ে ভিত্তি গাঁথা হয়েছিল, সেগুলিও ছিল আট হাত লম্বা ও দশ হাত চওড়া দামী পাথর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 আর বহুমূল্য প্রস্তরে ভিত্তিমূল নির্ম্মিত হইয়াছিল, সে সকল প্রস্তর বৃহৎ, দশ হাত প্রস্তর ও আট হাত প্রস্তর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 বাড়ির ভিতগুলো যে সমস্ত বড় বড় দামী পাথরে বানানো হত সেগুলোর দৈর্ঘ্য ছিল 10 হাত এবং কয়েকটি ছিল 8 হাত। অধ্যায় দেখুন |