১ রাজাবলি 6:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 শলোমন রাজা সদাপ্রভুর উদ্দেশে যে গৃহ নির্মাণ করিলেন, তাহা দৈর্ঘ্যে ষাট হস্ত, প্রস্থে কুড়ি, ও উচ্চতায় ত্রিশ হস্ত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 বাদশাহ্ সোলায়মান মাবুদের উদ্দেশে যে গৃহ নির্মাণ করলেন, তা লম্বায় ষাট হাত, চওড়ায় বিশ হাত ও উচ্চতায় ত্রিশ হাত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 যে মন্দিরটি রাজা শলোমন নির্মাণ করলেন, সেটি প্রায় সাতাশ মিটার লম্বা, নয় মিটার চওড়া ও চোদ্দো মিটার উচ্চতাবিশিষ্ট হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 মন্দিরটি দৈর্ঘ্যে ষাট হাত, প্রস্থে কুড়ি হাত এবং উচ্চতায় ত্রিশ হাত ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 শলোমন রাজা সদাপ্রভুর উদ্দেশে যে গৃহ নির্ম্মাণ করিলেন, তাহা দীর্ঘে ষাট হস্ত, প্রস্থে কুড়ি, ও উচ্চে ত্রিশ হস্ত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 মন্দিরটি দৈর্ঘ্যে ছিল 60 হাত, প্রস্থে 20 হাত এবং উচ্চতায় 30 হাত। অধ্যায় দেখুন |