১ রাজাবলি 6:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 আর ঈশ্বরের নিয়ম-সিন্দুক স্থাপনার্থে গৃহের ভিতরে তিনি এক অন্তর্গৃহ প্রস্তুত করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 আর আল্লাহ্র শরীয়ত-সিন্দুক স্থাপন করার জন্য পবিত্র স্থানের ভিতরে তিনি একটি অন্তর্গৃহ প্রস্তুত করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি রাখার জন্যই তিনি মন্দিরের মধ্যে অভ্যন্তরীণ পবিত্র স্থানটি প্রস্তুত করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 মন্দিরের ভিতরে মহাপবিত্র স্থানটি তৈরী করা হল প্রভু পরমেশ্বরের উপস্থিতির প্রতীক চুক্তি সিন্দুক রাখার জন্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 আর ঈশ্বরের নিয়ম-সিন্দুক স্থাপনার্থে গৃহের ভিতরে তিনি এক অন্তর্গৃহ প্রস্তুত করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 প্রভুর সাক্ষ্যসিন্দুকটি রাখার জন্য শলোমন মন্দিরের একেবারে পেছনদিকে বিশেষ ভাবে ঘরটি নির্মাণ করেছিলেন। অধ্যায় দেখুন |