Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 5:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

2 পরে শলোমন হীরমকে এই কথা বলিয়া পাঠাইলেন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 পরে সোলায়মান হীরমকে এই কথা বলে পাঠালেন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 শলোমন হীরমের কাছে এই খবর দিয়ে পাঠালেন:

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 শলোমন হীরামের কাছে বলে পাঠালেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 পরে শলোমন হীরমকে এই কথা বলিয়া পাঠাইলেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 শলোমন রাজা হীরমকে জানালেন:

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 5:2
3 ক্রস রেফারেন্স  

আর শলোমন সোরের হূরম রাজার নিকটে লোক পাঠাইয়া কহিলেন, আপনি আমার পিতা দায়ূদের প্রতি যেরূপ ব্যবহার করিয়াছিলেন ও তাঁহার বসতিবাটী নির্মাণার্থে তাঁহার কাছে যেরূপ এরস কাষ্ঠ পাঠাইয়াছিলেন, [তদ্রূপ আমার জন্যও করুন]।


আপনি জানেন, আমার পিতা দায়ূদ তাঁহার চারিদিকে যুদ্ধ প্রযুক্ত আপন ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশে গৃহ নির্মাণ করিতে পারেন নাই; কিন্তু শেষে সদাপ্রভু সেই সমস্ত তাঁহার পদতলস্থ করিলেন।


এবং তাঁহার মেজের খাদ্যদ্রব্য, ও তাঁহার সেবকদের উপবেশন ও দণ্ডায়মান পরিচারকদের শ্রেণী ও তাহাদের পরিচ্ছদ, এবং তাঁহার পানপাত্রবাহকগণ ও তাহাদের পরিচ্ছদ, এবং সদাপ্রভুর গৃহে উঠিবার জন্য তাঁহার নির্মিত সোপান, এই সকল দেখিয়া হতজ্ঞান হইলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন