১ রাজাবলি 5:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 আর তক্ষিত প্রস্তর দ্বারা গৃহের ভিত্তিমূল স্থাপনার্থে তাহারা রাজার আজ্ঞানুসারে বৃহৎ বৃহৎ প্রস্তর, বহুমূল্য প্রস্তর, কাটিয়া আনিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 আর মসৃণ করা পাথর দ্বারা গৃহের ভিত্তিমূল স্থাপন করার জন্য তারা বাদশাহ্র হুকুম অনুসারে বড় বড় পাথর ও বহুমূল্য পাথর কেটে আনলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 রাজার আদেশে তারা পাথর খাদান থেকে উৎকৃষ্ট মানের বড়ো বড়ো পাথরের চাঙড় কেটে তুলত, যা দিয়ে মন্দিরের জন্য আকর্ষণীয় ভিত্তিপ্রস্তর তৈরি হতে যাচ্ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 রাজার আদেশে তারা মন্দিরের ভিত্তি স্থাপন করার জন্য বিরাট বিরাট মূল্যবান পাথর কেটে তুলেছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 আর তক্ষিত প্রস্তর দ্বারা গৃহের ভিত্তিমূল স্থাপনার্থে তাহারা রাজার আজ্ঞানুসারে বৃহৎ বৃহৎ প্রস্তর, বহুমূল্য প্রস্তর, কাটিয়া আনিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 রাজা শলোমন শ্রমিকদের মন্দিরের ভিত বানানোর জন্য বড় দামী পাথর কাটার নির্দেশ দিয়েছিলেন। এই সমস্ত পাথরগুলি খুব সাবধানে কাটা হত। অধ্যায় দেখুন |