১ রাজাবলি 4:33 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)33 আর তিনি লিবানোনের এরস বৃক্ষ হইতে প্রাচীরের গাত্রে উৎপন্ন এসোব তৃণ পর্যন্ত গাছ সকলের বর্ণনা করিতেন, এবং পশু, পক্ষী, উরোগামী জন্তু ও মৎস্যের বর্ণনা করিতেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 আর তিনি লেবাননের এরস গাছ থেকে প্রাচীরের গাত্রে উৎপন্ন এসোব ঘাস পর্যন্ত গাছগুলোর বর্ণনা করতেন এবং পশু, পাখি, বুকে-হাঁটা প্রাণী ও মাছের বর্ণনা করতেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 লেবাননের দেবদারু থেকে শুরু করে প্রাচীরের গায়ে উৎপন্ন এসোব পর্যন্ত সব গাছপালার বিষয়ে তিনি কথা বললেন। এছাড়াও তিনি পশুদের ও পাখিদের, সরীসৃপদের ও মাছেরও বিষয়ে কথা বললেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 লেবাননের সীডার বৃক্ষ থেকে শুরু করে প্রাচীরের গায়ে উৎপন্ন এসোব লতা পর্যন্ত যাবতীয় উদ্ভিদের বর্ণনা তিনি দিতে পারতেন। আবার পশু-পাখী সরীসৃপ ও মাছদের বিষয়ে তাঁর জ্ঞানের অভাব ছিল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 আর তিনি লিবানোনের এরস বৃক্ষ হইতে প্রাচীরের গাত্রে উৎপন্ন এসোব তৃণ পর্য্যন্ত গাছ সকলের বর্ণনা করিতেন, এবং পশু, পক্ষী, উরোগামী জন্তু ও মৎস্যের বর্ণনা করিতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 প্রকৃতি সম্পর্কেও মহারাজ শলোমনের গভীর জ্ঞান ছিল। শলোমন বিভিন্ন গাছপালা থেকে শুরু করে লিবানোনের সুবিশাল মহীরূহ, দ্রাক্ষাকুঞ্জ, পশু, পাখী, সাপখোপ, সব বিষয়েই শিক্ষাদান করেন। অধ্যায় দেখুন |