১ রাজাবলি 4:23 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)23 দশটা পুষ্ট গরু, ও মাঠ হইতে আনীত কুড়িটি গরু, ও একশত মেষ; ইহা ছাড়া হরিণ, মৃগী, কালসার ও পুষ্ট পক্ষী। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 দশটা পুষ্ট গরু ও মাঠ থেকে আনা কুড়িটা গরু ও এক শত ভেড়া; এছাড়া হরিণ, মৃগী, কালসার ও পুষ্ট পাখি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 গোশালায় জাবনা খাওয়া দশটি গবাদি পশু, বাইরে চরে খাওয়া কুড়িটি গবাদি পশু এবং একশোটি মেষ ও ছাগল, তথা হরিণ, গজলা হরিণ, কৃষ্ণসার হরিণ ও বাছাই করা বড়ো বড়ো কিছু জলচর পাখি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 দশটি হৃষ্টপুষ্ট বৃষ, সদ্য মাঠ থেকে আনা পালের কুড়িটা গরু, আর একশো মেষ। এছাড়াও ছিল হরিণ, কৃষ্ণসার হরিণ ও হাঁস-মুরগী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 দশটা পুষ্ট গোরু, ও মাঠ হইতে আনীত কুড়িটা গোরু, ও এক শত মেষ; ইহা ছাড়া হরিণ, মৃগী, কালসাব ও পুষ্ট পক্ষী। অধ্যায় দেখুন |