Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 4:23 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

23 দশটা পুষ্ট গরু, ও মাঠ হইতে আনীত কুড়িটি গরু, ও একশত মেষ; ইহা ছাড়া হরিণ, মৃগী, কালসার ও পুষ্ট পক্ষী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 দশটা পুষ্ট গরু ও মাঠ থেকে আনা কুড়িটা গরু ও এক শত ভেড়া; এছাড়া হরিণ, মৃগী, কালসার ও পুষ্ট পাখি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 গোশালায় জাবনা খাওয়া দশটি গবাদি পশু, বাইরে চরে খাওয়া কুড়িটি গবাদি পশু এবং একশোটি মেষ ও ছাগল, তথা হরিণ, গজলা হরিণ, কৃষ্ণসার হরিণ ও বাছাই করা বড়ো বড়ো কিছু জলচর পাখি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

23 দশটি হৃষ্টপুষ্ট বৃষ, সদ্য মাঠ থেকে আনা পালের কুড়িটা গরু, আর একশো মেষ। এছাড়াও ছিল হরিণ, কৃষ্ণসার হরিণ ও হাঁস-মুরগী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 দশটা পুষ্ট গোরু, ও মাঠ হইতে আনীত কুড়িটা গোরু, ও এক শত মেষ; ইহা ছাড়া হরিণ, মৃগী, কালসাব ও পুষ্ট পক্ষী।

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 4:23
5 ক্রস রেফারেন্স  

শলোমনের প্রত্যেক দিনের আয়োজনীয় দ্রব্য এই ছিল- ত্রিশ কোর সূক্ষ্ম সুজি ও ষাট কোর ময়দা;


ফলে, তিনি তিপ্‌সহ অবধি ঘসা পর্যন্ত [ফরাৎ] নদীর এই পারস্থ সমস্ত দেশের, নদীর এই পারস্থ সকল রাজার উপরে কর্তৃত্ব করিতেন; আর তাঁহার চারিদিকের সমস্ত অঞ্চলে শান্তি ছিল।


আমি অনেক দাস-দাসী ক্রয় করিলাম এবং আমার গৃহেও দাসগণ জন্মিল; আর আমার পূর্বে যিরূশালেমে যাঁহারা ছিলেন, সেই সকল হইতে আমার গোমেষাদি পশুধন অধিক ছিল।


এই সকল পশু ভোজন করিতে পার; গরু, মেষ এবং ছাগল,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন