১ রাজাবলি 4:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 গিলিয়দ দেশে অর্থাৎ ইমোরীয়দের রাজা সীহোনের ও বাশনের রাজা ওগের দেশে ঊরির পুত্র গেবর; উক্ত দেশে তিনিই একমাত্র অধ্যক্ষ ছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 গিলিয়দ দেশে অর্থাৎ আমোরীয়দের বাদশাহ্ সীহোনের ও বাশনের বাদশাহ্ উজের দেশে ঊরির পুত্র গেবর; সেই দেশে তিনিই একমাত্র কর্মকর্তা ছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 গিলিয়দে ঊরির ছেলে গেবর। (ইমোরীয়দের রাজা সীহোনের দেশ ও বাশনের রাজা ওগের দেশও তাঁর অধিকারে ছিল) ওই জেলায় তিনিই একমাত্র জেলাশাসক ছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 উরির পুত্র গেবের: গিলিয়দ প্রদেশ, যা ছিল এককালে ইমোরীদের রাজা সীহোন এবং বাশানের রাজা ওগের এলাকা এই বারোজন ছাড়াও সমগ্র রাজ্যের উপরে ছিলেন একজন প্রধান অধ্যক্ষ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 গিলিয়দ দেশে অর্থাৎ ইমোরীয়দের রাজা সীহোনের ও বাশনের রাজা ওগের দেশে ঊরির পুত্র গেবর; উক্ত দেশে তিনিই একমাত্র অধ্যক্ষ ছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 ঊরির পুত্র গেবর গিলিয়দের রাজ্যপাল ছিল। গিলিয়দ, যেখানে ইমোরীয়দের রাজা সীহোন ও বাশনের রাজা ওগ বাস করতেন। কিন্তু গেবর ছিল ঐ দেশের রাজ্যপাল। অধ্যায় দেখুন |