১ রাজাবলি 4:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 নপ্তালিতে অহীমাস; তিনিও শলোমনের এক কন্যাকে, বাসমৎকে, বিবাহ করেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 নপ্তালিতে অহীমাস; তিনিও সোলায়মানের এক কন্যা, বাসমৎকে বিয়ে করেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 নপ্তালিতে অহীমাস (তিনি শলোমনের মেয়ে বাসমৎকে বিয়ে করলেন); অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 অহিমাস: নপ্তালি অঞ্চল। ইনি শলোমনের আর একটি কন্যা বাসেমাৎকে বিবাহ করেছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 নপ্তালিতে অহীমাস; তিনিও শলোমনের এক কন্যাকে, বাসমৎকে, বিবাহ করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 নপ্তালির প্রাদেশিক কর্তা অহীমাস বিয়ে করেছিলেন শলোমনের আরেক কন্যা বাসমৎকে। অধ্যায় দেখুন |