১ রাজাবলি 4:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 সমুদয় দোর উপগিরিতে বিন্-অবীনাদব; তিনি শলোমনের কন্যা টাফৎকে বিবাহ করেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 সমস্ত দোর পাহাড়ী এলাকাটা বিন্-অবীনাদবের অধীন ছিল; তিনি সোলায়মানের কন্যা টাফৎকে বিয়ে করেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 নাফৎ-দোরে বিন-অবীনাদব (শলোমনের মেয়ে টাফতের সঙ্গে তাঁর বিয়ে হল); অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 বেন অবিনাদব: নাফাৎদোর অঞ্চল। ইনি শলোমনের কন্যা তাফাৎকে বিবাহ করেছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 সমুদয় দোর উপগিরিতে বিন্-অবীনাদব; তিনি শলোমনের কন্যা টাফৎকে বিবাহ করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 দোর উপগিরি অঞ্চলের শাসনভার ছিল বিন্-অবীনাদবের ওপর। তিনি রাজা শলোমনের কন্যা টাফত্কে বিয়ে করেছিলেন। অধ্যায় দেখুন |