১ রাজাবলি 3:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 গিবিয়োনে সদাপ্রভু রাত্রিকালে স্বপ্নযোগে শলোমনকে দর্শন দিলেন। ঈশ্বর কহিলেন, যাচ্ঞা কর, আমি তোমাকে কি দিব? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 গিবিয়োনে মাবুদ রাতের বেলায় স্বপ্নযোগে সোলায়মানকে দর্শন দিলেন। আল্লাহ্ বললেন, যাচ্ঞা কর, আমি তোমাকে কি দেব? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 গিবিয়োনে রাতের বেলায় সদাপ্রভু এক স্বপ্নে শলোমনের কাছে আবির্ভূত হলেন, এবং ঈশ্বর বললেন, “আমার কাছে তোমার যা চাওয়ার আছে তুমি তা চেয়ে নাও।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 সেইদিন রাতে প্রভু পরমেশ্বর শলোমনকে দর্শন দিয়ে বললেন, তুমি আমার কাছে কি বর চাও? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 গিবিয়োনে সদাপ্রভু রাত্রিকালে স্বপ্নযোগে শলোমনকে দর্শন দিলেন। ঈশ্বর কহিলেন, যাচ্ঞা কর, আমি তোমাকে কি দিব? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 যখন শলোমন গিবিয়োনে ছিলেন তখন রাতের বেলা প্রভু তাঁকে স্বপ্নে দর্শন দিলেন এবং তাকে একটি বর চাইতে বললেন। অধ্যায় দেখুন |