১ রাজাবলি 22:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 মীখায় কহিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য, সদাপ্রভু আমাকে যাহা বলেন, আমি তাহাই বলিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 মীখায় বললেন, জীবন্ত মাবুদের কসম, মাবুদ আমাকে যা বলেন, আমি তা-ই বলবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 কিন্তু মীখায় বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি, সদাপ্রভু আমাকে যা বলেছেন, আমি তাঁকে শুধু সেকথাই বলতে পারব।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 কিন্তু মিখাইয়া বললেন, সদা জাগ্রত প্রভুর দিব্য, তিনি আমাকে যা প্রত্যাদেশ করবেন, আমি তাই-ই বলব! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 মীখায় কহিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য, সদাপ্রভু আমাকে যাহা বলেন, আমি তাহাই বলিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 কিন্তু মীখায় বলল, “না! আমি প্রতিজ্ঞা করেছি যে ঐশ্বরিক শক্তির বলে প্রভু আমায় দিয়ে যা বলাবেন আমি তাই বলব।” অধ্যায় দেখুন |