১ রাজাবলি 21:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 উঠ, শমরিয়া-নিবাসী ইস্রায়েল-রাজ আহাবের সহিত সাক্ষাৎ করিতে যাও; দেখ সে নাবোতের দ্রাক্ষাক্ষেত্রে রহিয়াছে, সে তাহা অধিকার করিতে গিয়াছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 উঠ, সামেরিয়া-নিবাসী ইসরাইলের বাদশাহ্ আহাবের সঙ্গে সাক্ষাৎ করতে যাও; দেখ সে নাবোতের আঙ্গুরক্ষেতে রয়েছে, সে তা অধিকার করতে গেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 “যে শমরিয়াতে রাজত্ব করছে, ইস্রায়েলের সেই রাজা আহাবের সঙ্গে তুমি দেখা করতে যাও। এখন সে নাবোতের সেই দ্রাক্ষাক্ষেতে আছে, যেটি দখল করার জন্য সে সেখানে গিয়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 শমরিয়ায় ইসরায়েলের রাজা আহাবের কাছে যাও। তাকে তুমি নাবোতের দ্রাক্ষাকুঞ্জে পাবে। সে সেখানে জমির দখল নিতে গেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 উঠ, শমরিয়া-নিবাসী ইস্রায়েলরাজ আহাবের সহিত সাক্ষাৎ করিতে যাও; দেখ, সে নাবোতের দ্রাক্ষাক্ষেত্রে রহিয়াছে, সে তাহা অধিকার করিতে গিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18-19 তিনি বললেন, “আহাব ঐ ক্ষেত নিজের জন্য দখল করতে গিয়েছেন। ওকে গিয়ে বল, ‘আহাব তুমি নাবোতকে হত্যা করে এখন ওর জমি দখল করছ। তাই আমি তোমায় শাপ দিলাম যে জায়গায় নাবোতের মৃত্যু হয়েছে সেই একই জায়গায় তোমারও মৃত্যু হবে। যেসব কুকুর নাবোতের রক্ত চেটে খেয়েছে তারা ঐ একই জায়গায় তোমারও রক্ত চেটে খাবে।’” অধ্যায় দেখুন |