১ রাজাবলি 21:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 পরে তাহারা ঈষেবলের নিকটে এই সংবাদ পাঠাইল, নাবোৎ প্রস্তরাঘাতে মারা পড়িয়াছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 পরে তারা ঈষেবলের কাছে এই সংবাদ পাঠাল, নাবোৎকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 পরে তারা ঈষেবলকে খবর পাঠালেন: “নাবোতকে পাথরের আঘাতে মেরে ফেরা হয়েছে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 তারপর ইষেবলের কাছে তারা খবর পাঠাল যে নাবোতকে হত্যা করা হয়েছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 পরে তাহারা ঈষেবলের নিকটে এই সংবাদ পাঠাইল, নাবোৎ প্রস্তরাঘাতে মারা পড়িয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 তারপর নেতারা ঈষেবলকে খবর পাঠালেন, “নাবোতকে হত্যা করা হয়েছে।” অধ্যায় দেখুন |