১ রাজাবলি 20:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 তোমার রৌপ্য ও তোমার স্বর্ণ আমার, এবং তোমার ভার্যা সকল ও তোমার সন্তানদের মধ্যে যাহারা উত্তম, তাহারা আমার। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তোমার রূপা ও তোমার সোনা আমার এবং তোমার সমস্ত স্ত্রী ও তোমার সন্তানদের মধ্যে যারা উত্তম, তারা আমার। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 ‘আপনার রুপো ও সোনাদানা সব আমার, এবং আপনার বাছাই করা স্ত্রী ও সন্তানেরাও আমার।’ ” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 আপনার সমস্ত সোনা-রূপো, পত্নীদের ও আপনার সুস্থ-সবল সন্তানদের আমার হাতে সমর্পণ করুন। এ সব আমার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 তোমার রৌপ্য ও তোমার স্বর্ণ আমার, এবং তোমার ভার্য্যা সকল ও তোমার সন্তানদের মধ্যে যাহারা উত্তম, তাহারা আমার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 তিনি বললেন, “তুমি আমাকে তোমার সোনা, রূপো, স্ত্রী, পুত্রকন্যা সবকিছু সমর্পণ করো।” অধ্যায় দেখুন |