১ রাজাবলি 2:46 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)46 পরে রাজা যিহোয়াদার পুত্র বনায়কে আজ্ঞা করিলে তিনি গিয়া তাহাকে আক্রমণ করিয়া বধ করিলেন। আর শলোমনের হস্তে রাজ্য সুস্থির হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস46 পরে বাদশাহ্ যিহোয়াদার পুত্র বনায়কে হুকুম করলে তিনি গিয়ে তাকে আক্রমণ করে হত্যা করলেন। আর সোলায়মানের হাতে রাজ্য সুস্থির হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ46 পরে রাজামশাই যিহোয়াদার ছেলে বনায়কে আদেশ দিলেন, এবং তিনি বাইরে গিয়ে শিমিয়িকে আঘাত করলেন ও সে মারা গেল। অতএব শলোমনের হাতে রাজ্য সুস্থির হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)46 রাজার আদেশে যিহোয়াদার পুত্র বনায় তখন বাইরে গিয়ে শিমিয়িকে হত্যা করল। এবার শলোমনের রাজত্ব দৃঢ় প্রতিষ্ঠিত হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)46 পরে রাজা যিহোয়াদার পুত্র বনায়কে আজ্ঞা করিলে তিনি গিয়া তাহাকে আক্রমণ করিয়া বধ করিলেন। আর শলোমনের হস্তে রাজ্য সুস্থির হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল46 একথা বলে রাজা শিমিয়িকে হত্যার আদেশ দিলেন বনায়কে। বনায় শিমিয়িকে হত্যা করল। অবশেষে শলোমন তাঁর রাজ্যের পূর্ণ কর্ত্তৃত্ব লাভ করলেন। অধ্যায় দেখুন |