১ রাজাবলি 2:35 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)35 আর রাজা তাঁহার পদে যিহোয়াদার পুত্র বনায়কে সেনাপতি করিলেন, এবং অবিয়াথরের পদ রাজা সাদোক যাজককে দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস35 আর বাদশাহ্ তাঁর পদে যিহোয়াদার পুত্র বনায়কে সেনাপতি করলেন এবং বাদশাহ্ অবিয়াথরের পদ ইমাম সাদোককে দিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ35 রাজামশাই যিহোয়াদার ছেলে বনায়কে যোয়াবের স্থানে সৈন্যদলের সেনাপতি নিযুক্ত করলেন এবং অবিয়াথরের পরিবর্তে যাজক সাদোককে নিযুক্ত করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 রাজা যোয়াবের বদলে যিহোয়াদার পুত্র বনায়কে সেনাপতি এবং অবিয়াথারের বদলে সাদোককে পুরোহিত নিযুক্ত করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 আর রাজা তাঁহার পদে যিহোয়াদার পুত্র বনায়কে সেনাপতি করিলেন, এবং অবিয়াথরের পদ রাজা সাদোক যাজককে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল35 এরপর শলোমন বনায়কে যোয়াবের জায়গায় সেনাবাহিনীর প্রধান নিযুক্ত করলেন। এছাড়াও তিনি অবিয়াথরের জায়গায় সাদোককে নতুন প্রধান যাজক হিসেবে নিয়োগ করলেন। অধ্যায় দেখুন |