Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 2:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

18 বৎশেবা কহিলেন, ভাল, আমি তোমার নিমিত্ত রাজাকে বলিব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 বৎশেবা বললেন, ভাল, আমি তোমার জন্য বাদশাহ্‌কে বলবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 “ঠিক আছে,” বৎশেবা উত্তর দিলেন, “আমি তোমার হয়ে রাজার সঙ্গে কথা বলব।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

18 বৎশেবা বললেন, বেশ, আমি তোমার কথা রাজাকে বলব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 বৎশেবা কহিলেন, ভাল, আমি তোমার নিমিত্ত রাজাকে বলিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 বৎ‌শেবা বলল, “এ বিষয়ে আগে তাঁকে রাজার সঙ্গে কথা বলতে হবে।”

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 2:18
3 ক্রস রেফারেন্স  

যে অবোধ, সেই সকল কথায় বিশ্বাস করে, কিন্তু সতর্ক লোক নিজ পদক্ষেপের প্রতি লক্ষ্য রাখে।


তিনি কহিলেন, বল। তখন আদোনিয় কহিল, অনুগ্রহ করিয়া শলোমন রাজাকে বলুন তিনি ত আপনার কথা অস্বীকার করিবেন না তিনি যেন আমার সহিত শূনেমীয়া অবীশগের বিবাহ দেন।


পরে বৎশেবা আদোনিয়ের জন্য বলিতে শলোমন রাজার নিকটে গেলেন; আর রাজা তাঁহার সম্মুখে উঠিয়া তাঁহাকে প্রণিপাত করিলেন। পরে তিনি আপন সিংহাসনে বসিলেন, এবং রাজমাতার কারণ আসন স্থাপন করাইলে তিনিও তাঁহার দক্ষিণদিকে বসিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন