১ রাজাবলি 17:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 তুমি এই স্থান হইতে প্রস্থান করিয়া পূর্বদিকে যাও, এবং যর্দনের সম্মুখস্থ করীৎ স্রোতের ধারে লুকাইয়া থাক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তুমি এই স্থান থেকে প্রস্থান করে পূর্ব দিকে যাও এবং জর্ডানের সম্মুখস্থ করীৎ স্রোতের ধারে লুকিয়ে থাক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 “এই স্থানটি ছেড়ে চলে যাও, পূর্বদিকে ফিরে জর্ডন নদীর পূর্বপারে করীতের সরু গিরিখাতে গিয়ে লুকিয়ে থাকো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 তুমি এ দেশ ছেড়ে পূর্ব দিকে চলে যাও এবং জর্ডনের পূর্বে ছোট নদী কেরিতের ধারে গিয়ে লুকিয়ে থাক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 তুমি এই স্থান হইতে প্রস্থান করিয়া পূর্ব্বদিকে যাও, এবং যর্দ্দনের সম্মুখস্থ করীৎ স্রোতের ধারে লুকাইয়া থাক। অধ্যায় দেখুন |