১ রাজাবলি 13:33 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)33 এই ঘটনার পরেও যারবিয়াম আপনার কুপথ হইতে ফিরিলেন না, কিন্তু পুনর্বার লোকসাধারণের মধ্য হইতে লোকদিগকে উচ্চস্থলীর যাজক নিযুক্ত করিলেন; যাহার ইচ্ছা হইত, তিনি তাহারই হস্তপূরণ করিতেন, যেন সে উচ্চস্থলীর যাজক হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 এই ঘটনার পরেও ইয়ারাবিম তাঁর কুপথ থেকে ফিরলেন না, কিন্তু পুনর্বার লোকসাধারণের মধ্য থেকে লোকদেরকে উচ্চস্থলীর ইমাম নিযুক্ত করলেন; যার ইচ্ছা হত, তিনি তাকেই অভিষেক করতেন, যেন সে উচ্চস্থলীর ইমাম হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 এর পরেও যারবিয়াম তাঁর কুপথ পরিবর্তন করেননি, কিন্তু আরও একবার সব ধরনের লোকজনের মধ্যে থেকে উঁচু উঁচু স্থানগুলির জন্য যাজক নিযুক্ত করলেন। যে কেউ যাজক হতে চাইত, তিনি তাকে উঁচু উঁচু স্থানগুলির জন্য যাজকরূপে উৎসর্গ করে দিতেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 এতসব ঘটনার পরেও রাজা যারবিয়াম কুপথ ত্যাগ করলেন না বরং আর বেশী করে সাধারণ পরিবারের লোকদের মধ্যে থেকে যাকে খুশী তাকে তাঁর প্রতিষ্ঠিত মন্দিরগুলির পুরোহিত পদে নিযুক্ত করতে লাগলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 এই ঘটনার পরেও যারবিয়াম আপনার কুপথ হইতে ফিরিলেন না, কিন্তু পুনর্ব্বার লোকসাধারণের মধ্য হইতে লোকদিগকে উচ্চস্থলীর যাজক নিযুক্ত করিলেন; যাহার ইচ্ছা হইত, তিনি তাহারই হস্তপূরণ করিতেন, যেন সে উচ্চস্থলীর যাজক হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 রাজা যারবিয়ামের কোনোই পরিবর্তন হল না। সে আগের মতোই পাপ আচরণ করে যেতে লাগল। বিভিন্ন পরিবারগোষ্ঠী থেকে যাজক বেছে নিয়ে তাদের দিয়ে উচ্চস্থানে সেবা করাতে লাগল। যে কেউ ইচ্ছা হলেই যাজক হয়ে যেতে পারত। অধ্যায় দেখুন |