১ রাজাবলি 13:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 পরে তিনি যাত্রা করিলে, পথিমধ্যে এক সিংহ তাঁহাকে পাইয়া বধ করিল, ও তাঁহার শব পথে পড়িয়া থাকিল, এবং তাহার পার্শ্বে গর্দভ দাঁড়াইয়া রহিল; শবের পার্শ্বে সিংহ দাঁড়াইয়া রহিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 পরে তিনি যাত্রা করলে, পথের মধ্যে একটি সিংহ তাঁকে পেয়ে হত্যা করলো ও তাঁর লাশ পথে পড়ে থাকলো এবং তার পাশে গাধা দাঁড়িয়ে রইলো; লাশের পাশে সিংহ দাঁড়িয়ে রইলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 তিনি পথে যাচ্ছিলেন, এমন সময় একটি সিংহ এসে পথের উপরেই তাঁকে মেরে ফেলেছিল, এবং তাঁর দেহটি পথের উপর পড়েছিল, আর সেই গাধা ও সিংহটি সেই দেহের পাশে দাঁড়িয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 তিনি রওনা হয়ে গেলেন। পথে এক সিংহের আক্রমণে তিনি মারা গেলেন। তাঁর মৃতদেহ পথে পড়ে রইল এবং মৃতদেহের পাশে সিংহ ও গাধাটি দাঁড়িয়ে রইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 পরে তিনি যাত্রা করিলে, পথিমধ্যে এক সিংহ তাঁহাকে পাইয়া বধ করিল, ও তাঁহার শব পথে পড়িয়া থাকিল, এবং তাহার পার্শ্বে গর্দ্দভ দাঁড়াইয়া রহিল; শবের পার্শ্বে সিংহ দাঁড়াইয়া রহিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 পথে এক সিংহের আক্রমণে ঈশ্বর প্রেরিত ব্যক্তির মৃত্যু হল। অধ্যায় দেখুন |