১ রাজাবলি 11:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 তথাপি তোমার পিতা দায়ূদের জন্য তোমার বর্তমান কালে তাহা করিব না, কিন্তু তোমার পুত্রের হস্ত হইতে তাহা চিরিয়া লইব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 তবুও তোমার পিতা দাউদের জন্য তোমার বর্তমান কালে তা করবো না, কিন্তু তোমার পুত্রের হাত থেকে তা চিরে নেব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 তবে, তোমার বাবা দাউদের খাতিরে আমি তোমার জীবনকালে এমনটি করব না। আমি তোমার ছেলের হাত থেকে সেটি ছিনিয়ে নেব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 তোমার পিতা দাউদের খাতিরে তোমার জীবনকালে নয় কিন্তু তোমার পুত্রের হাত থেকে রাজ্য কেড়ে নেব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 তথাপি তোমার পিতা দায়ূদের জন্য তোমার বর্ত্তমান কালে তাহা করিব না, কিন্তু তোমার পুত্রের হস্ত হইতে তাহা চিরিয়া লইব। অধ্যায় দেখুন |