১ রাজাবলি 10:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 আর রাজা হস্তিদন্তময় এক বৃহৎ সিংহাসন নির্মাণ করিয়া উত্তম স্বর্ণে মুড়াইলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 আর বাদশাহ্ হাতির দাঁতের একটি বড় সিংহাসন নির্মাণ করে খাঁটি সোনা দিয়ে মুড়িয়ে দিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 পরে রাজামশাই হাতির দাঁত দিয়ে একটি বড়ো সিংহাসন বানিয়ে, সেটি খাঁটি সোনা দিয়ে মুড়ে দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 রাজা শলোমন গজদন্তের একটি বিরাট সিংহাসনও তৈরী করিয়েছিলেন। সেটি আগাগোড়া নিখাদ সোনা দিয়ে মোড়া ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আর রাজা হস্তিদন্তময় এক বৃহৎ সিংহাসন নির্ম্মাণ করিয়া উত্তম স্বর্ণে মুড়াইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 রাজা শলোমন খাঁটি সোনায় মোড়া হাতির দাঁতের একটা বিশাল সিংহাসন বানিয়েছিলেন। অধ্যায় দেখুন |