১ রাজাবলি 10:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 তাহাতে শলোমন রাজা পিটান স্বর্ণময় দুই শত বৃহৎ ঢাল প্রস্তুত করিলেন, তাহার প্রত্যেক ঢালে ছয়শত শেকল পরিমিত স্বর্ণ ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 তাতে বাদশাহ্ সোলায়মান পিটানো সোনার দুই শত বড় ঢাল প্রস্তুত করলেন, তার প্রত্যেক ঢালে ছয় শত শেকল পরিমিত সোনা ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 পিটানো সোনার পাত দিয়ে রাজা শলোমন 200-টি বড়ো বড়ো ঢাল তৈরি করলেন; প্রত্যেকটি ঢাল তৈরি করতে 600 শেকল করে পিটানো সোনা লেগেছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 শলোমন পেটাই করা সোনা দিয়ে বড় বড় দুশো ঢাল তৈরী করিয়েছিলেন। প্রত্যেকটার ওজন ছিল প্রায় ছশো শেকেল অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 তাহাতে শলোমন রাজা পিটান স্বর্ণময় দুই শত বৃহৎ ঢাল প্রস্তুত করিলেন; তাহার প্রত্যেক ঢালে ছয় শত শেকল পরিমিত স্বর্ণ ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 রাজা শলোমন পেটানো সোনা দিয়ে 200টি বড় ঢাল বানিয়েছিলেন। প্রতি ঢালে প্রায় 15 পাউণ্ড করে সোনা ছিল। অধ্যায় দেখুন |