১ রাজাবলি 1:53 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)53 পরে শলোমন রাজা লোক প্রেরণ করিলে তাহারা তাহাকে বেদি হইতে নামাইয়া আনিল; তাহাতে সে আসিয়া শলোমন রাজার কাছে প্রণিপাত করিল, এবং শলোমন তাহাকে কহিলেন, তোমার গৃহে যাও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস53 পরে বাদশাহ্ সোলায়মান লোক প্রেরণ করলে তারা তাকে কোরবানগাহ্ থেকে নামিয়ে আনলো; তাতে সে এসে বাদাশাহ্ সোলায়মানের সম্মুখে ভূমিতে উবুড় হয়ে সালাম করলো এবং সোলায়মান তাকে বললেন, তুমি তোমার ঘরে যাও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ53 পরে রাজা শলোমন লোক পাঠালেন, ও তারা তাকে যজ্ঞবেদি থেকে নামিয়ে এনেছিল। আদোনিয় এসে রাজা শলোমনের কাছে নতজানু হল, ও শলোমন বললেন, “তোমার ঘরে ফিরে যাও।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)53 রাজা শলোমন লোক পাঠিয়ে তাকে বেদীর কাছ থেকে ডেকে আনলেন। আদোনিয় আভূমি নত হয়ে রাজা শলোমনকে প্রণাম করল। শলোমন তাকে বললেন, যাও, নিজের ঘরে যাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)53 পরে শলোমন রাজা লোক প্রেরণ করিলে তাহারা তাহাকে বেদি হইতে নামাইয়া আনিল; তাহাতে সে আসিয়া শলোমন রাজার কাছে প্রণিপাত করিল, এবং শলোমন তাহাকে কহিলেন, তোমার ঘরে যাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল53 তারপর রাজা শলোমন আদোনিয়কে নিয়ে আসার জন্য একজনকে পাঠালেন। সে আদোনিয়কে রাজা শলোমনের কাছে নিয়ে এলে, আদোনিয় রাজার সামনে অবনত হলেন। শলোমন তাঁকে বললেন, “যাও, বাড়ি যাও।” অধ্যায় দেখুন |