১ রাজাবলি 1:50 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)50 আর আদোনিয় শলোমন হইতে ভীত হইল, এবং উঠিয়া গিয়া যজ্ঞবেদির শৃঙ্গ অবলম্বন করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস50 আর আদোনিয় সোলায়মানের ভয়ে ভীত হল এবং উঠে গিয়ে কোরবানগাহ্র শিং ধরে থাকলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ50 কিন্তু আদোনিয় শলোমনের ভয়ে গিয়ে যজ্ঞবেদির শিংগুলি আঁকড়ে জড়িয়ে ধরেছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)50 আর আদোনিয় শলোমনের ভয়ে প্রভু পরমেশ্বরের আবাসতাম্বুর মধ্যে গিয়ে যজ্ঞবেদীর চূড়া (শৃঙ্গ) ধরে রইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)50 আর আদোনিয় শলোমন হইতে ভীত হইল, এবং উঠিয়া গিয়া যজ্ঞবেদির শৃঙ্গ অবলম্বন করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল50 এমন কি আদোনিয় শলোমনের ভয়ে ভীত হয়ে বেদীর কাছে গিয়ে বেদীর কোণগুলিকে ধরলেন। অধ্যায় দেখুন |