১ রাজাবলি 1:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 সেই যুবতী অতি সুন্দরী ছিল, আর সে রাজার শুশ্রূষা ও তাঁহার পরিচর্যা করিত, কিন্তু রাজা তাহার পরিচয় লইলেন না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 সেই যুবতী খুব সুন্দরী ছিল, আর সে বাদশাহ্র সেবা-যত্ন ও তাঁর পরিচর্যা করতো কিন্তু বাদশাহ্ তার পরিচয় নিলেন না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 মেয়েটি অপরূপ সুন্দরী ছিল; সে মহারাজের দায়িত্ব নিয়েছিল ও খুব যত্নআত্তি করল, কিন্তু রাজা তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেননি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 মেয়েটি ছিল খুবই সুন্দরী। সে সবসময় রাজার সেবা শুশ্রূষা করত, তাঁর যত্ন নিত। রাজা কিন্তু তার সাথে সহবাস করেন নি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 সেই যুবতী অতি সুন্দরী ছিল, আর সে রাজার শুশ্রূষা ও তাঁহার পরিচর্য্যা করিত, কিন্তু রাজা তাহার পরিচয় লইলেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 অবীশগ সত্যি সত্যিই অপরূপ সুন্দরী ছিল। সে রাজার সব রকম যত্ন বা পরিচর্যা করলেও তার সঙ্গে রাজা দায়ূদের কোনো শারীরিক সম্পর্ক ছিল না। অধ্যায় দেখুন |