১ রাজাবলি 1:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 দেখুন, সেই স্থানে রাজার সঙ্গে আপনার কথা শেষ না হইতে হইতে আমিও আপনার পশ্চাতে আসিয়া আপনার কথার পোষকতা করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 দেখুন, সেই স্থানে বাদশাহ্র সঙ্গে আপনার কথা শেষ না হতে হতেই আমিও আপনার পিছনে এসে আপনার কথায় সায় দেব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 মহারাজের সঙ্গে আপনার কথাবার্তা শেষ হওয়ার আগেই আমি সেখানে পৌঁছে যাব ও আপনার বলা কথার সঙ্গে আমার নিজের কথাও যোগ করব।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 তুমি রাজার সঙ্গে কথা বলতে থাকবে, আর আমিও সেইসময় সেখানে যাব ও তোমাকে সমর্থন করব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তবে আদোনিয় রাজত্ব করে কেন? দেখুন, সেই স্থানে রাজার সঙ্গে আপনার কথা শেষ না হইতে হইতে আমিও আপনার পশ্চাতে আসিয়া আপনার কথার পোষকতা করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 আপনি যখন রাজার সঙ্গে কথাবার্তা বলতে থাকবেন, আমি তখন সেখানে গিয়ে উপস্থিত হব এবং তখন আমি রাজাকে সমস্ত কিছু জানাব, তাতে আপনার কথার সত্যতাও প্রমাণ হবে।” অধ্যায় দেখুন |