১ যোহন 5:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 কারণ যাহা কিছু ঈশ্বর হইতে জাত, তাহা জগৎকে জয় করে; এবং যে জয় জগৎকে জয় করিয়াছে, তাহা এই, আমাদের বিশ্বাস। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 কারণ যা কিছু আল্লাহ্ থেকে জাত তা দুনিয়াকে জয় করে; এবং দুনিয়াকে যা জয় করেছে তা হল আমাদের ঈমান। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 কারণ ঈশ্বর থেকে জাত প্রত্যেক ব্যক্তি জগৎকে জয় করে। আমাদের জয় এই যে, আমাদের বিশ্বাসই জগতকে পরাস্ত করেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 কারণ ঈশ্বর থেকে যে জাত তা জগজ্জয়ী এবং জগতকে যা জয় করেছে তা হচ্ছে আমাদের বিশ্বাস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 কারণ যাহা কিছু ঈশ্বর হইতে জাত, তাহা জগৎকে জয় করে; এবং যে জয় জগৎকে জয় করিয়াছে, তাহা এই, আমাদের বিশ্বাস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 কারণ প্রত্যেক ঈশ্বরজাত সন্তান জগতকে জয় করে। অধ্যায় দেখুন |