১ যোহন 4:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 প্রেমে ভয় নাই, বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয়, কেননা ভয় দণ্ডযুক্ত, আর যে ভয় করে, সে প্রেমে সিদ্ধ হয় নাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 এই মহব্বতের মধ্যে ভয় নেই, বরং সিদ্ধ মহব্বত ভয়কে দূর করে দেয়, কেননা ভয়ের সঙ্গে শাস্তির চিন্তা যুক্ত থাকে, আর যে ভয় করে, সে মহব্বতে পূর্ণতা লাভ করে নি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 প্রেমে কোনো ভয় নেই। কিন্তু নিখাদ ভালোবাসা ভয় দূর করে, কারণ ভয়ের সঙ্গে জড়িত থাকে শাস্তি। আর যে ভয় করে, তার প্রেম পূর্ণতা লাভ করেনি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 প্রেম নির্ভয়, শুদ্ধ প্রেম-ভয়কে দূর করে। দণ্ডের সঙ্গেই ভয়ের সম্পর্ক। যে ভয় করে সে প্রেমে পূর্ণতা লাভ করেনি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 প্রেমে ভয় নাই, বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয়, কেননা ভয় দণ্ডযুক্ত, আর যে ভয় করে, সে প্রেমে সিদ্ধ হয় নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 যেখানে ঈশ্বরের ভালবাসা সেখানে ভয় থাকে না, পরিপূর্ণ ভালবাসা ভয়কে দূর করে দেয়, কারণ ভয়ের সঙ্গে শাস্তির চিন্তা জড়িত থাকে। যে ভয় পায় সে ভালবাসায় পূর্ণতা লাভ করে নি। অধ্যায় দেখুন |