১ যোহন 3:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 যে কেহ তাঁহাতে থাকে, সে পাপ করে না; যে কেহ পাপ করে, সে তাঁহাকে দেখে নাই এবং জানেও নাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 যে কেউ তাঁর মধ্যে থাকে সে গুনাহ্ করে না; যে কেউ গুনাহ্ করে সে তাঁকে দেখে নি এবং জানেও নি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 যে তাঁর মধ্যে বাস করে, সে পাপে লিপ্ত থাকে না। যে অবিরত পাপ করতেই থাকে, সে তাঁকে দেখেনি বা তাঁকে জানেও না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 যে তাঁর মাঝে স্থিতি লাভ করেছে সে পাপ করে না। যে পাপী, সে তাঁকে দেখেনি, তাঁকে জানেও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 যে কেহ তাঁহাতে থাকে, সে পাপ করে না; যে কেহ পাপ করে, সে তাঁহাকে দেখে নাই এবং জানেও নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 যে কেউ খ্রীষ্টে থাকে, সে পাপের জীবন-যাপন করে না। কেউ যদি পাপে জীবন-যাপন করে তবে সে খ্রীষ্টকে কখনও প্রকৃতভাবে উপলদ্ধি করে নি, এমন কি তাঁকে জানেও নি। অধ্যায় দেখুন |