১ যোহন 3:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 কিন্তু যাহার সাংসারিক জীবনোপায় আছে, সে আপন ভ্রাতাকে দীনহীন দেখিলে যদি তাহার প্রতি আপন করুণা রোধ করে, তবে ঈশ্বরের প্রেম কেমন করিয়া তাহার অন্তরে থাকে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 কিন্তু এই দুনিয়াতে খেয়ে-পরে বেঁচে থাকবার মত অবস্থা যার আছে, সে আপন ভাইকে দীনহীন দেখলে যদি তার প্রতি আপন করুণা রোধ করে, তবে আল্লাহ্র মহব্বত কেমন করে তার অন্তরে থাকে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 জাগতিক সম্পদের অধিকারী হয়ে কেউ যদি তার ভাইবোনকে অভাবগ্রস্ত দেখে কিন্তু তার প্রতি করুণাবিষ্ট না হয়, তাহলে তার অন্তরে ঈশ্বরের প্রেম কীভাবে থাকতে পারে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 বিত্তবান কোন ব্যক্তি যদি অভাবগ্রস্ত কোন মানুষকে দেখেও মুখ ফিরিয়ে নেয়, ঈশ্বরের প্রেম কি করে তার অন্তরে থাকবে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 কিন্তু যাহার সাংসারিক জীবনোপায় আছে, সে আপন ভ্রাতাকে দীনহীন দেখিলে যদি তাহার প্রতি আপন করুণা রোধ করে, তবে ঈশ্বরের প্রেম কেমন করিয়া তাহার অন্তরে থাকে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 যার পার্থিব সম্পদ রয়েছে, সে যদি তার কোন ভাইকে অভাবে পড়তে দেখে তাকে সাহায্য না করে, তবে কি করে বলা যেতে পারে যে তার মধ্যে ঐশ্বরিক ভালবাসা আছে? অধ্যায় দেখুন |