Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 9:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

9 ইহারা ও ইহাদের ভ্রাতৃগণ আপন আপন বংশ অনুসারে নয়শত ছাপ্পান্ন জন। ইহারা সকলে আপন আপন পিতৃকুলের মধ্যে কুলপতি ছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 ওরা ও এদের ভাইয়েরা নিজ নিজ বংশ অনুসারে নয় শত ছাপ্পান্ন জন। এরা সকলে নিজ নিজ পিতৃকুলের মধ্যে কুলপতি ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 বিন্যামীনের বংশতালিকানুসারে নথিভুক্ত লোকজনের সংখ্যা 956 জন। এইসব লোকজন তাদের পরিবারগুলির কর্তা ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 এই গোষ্ঠীর নয়শো ছাপ্পান্নটি পরিবার জেরুশালেমে বাস করত। উল্লিখিত ব্যক্তিরা ছিলেন নিজ নিজ কুলের কুলপতি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 ইহারা ও ইহাদের ভ্রাতৃগণ আপন আপন বংশ অনুসারে নয় শত ছাপ্পান্ন জন। ইহারা সকলে আপন আপন পিতৃকুলের মধ্যে কুলপিত ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 বিন্যামীনদের পারিবারিক ইতিহাস থেকে জানা যায়, এই পরিবারের মোট 956 জন জেরুশালেমে বাস করতেন এবং এঁরা সকলেই নিজেদের পারিবারিক নেতা ছিলেন।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 9:9
2 ক্রস রেফারেন্স  

ইহার পরে গব্বয় ও সল্লয় প্রভৃতি নয়শত আটাইশ জন।


আর যিরোহমের পুত্র যিব্‌নিয় ও মিখ্রির পৌত্র উষির পুত্র এলা, এবং যিব্‌নিয়ের প্রপৌত্র রূয়েলের পৌত্র শফটিয়ের পুত্র মশুল্লম;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন